দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিস্থিতি নেই: রওশন

বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, “দেশে এখন মধ্যবর্তী নির্বাচনের মতো কোনো পরিস্থিতি নেই। জনগণ এ মুহূর্তে নির্বাচন চায় না। অর্থনীতি, সামাজিক সূচকে দেশের উন্নতি হয়েছে। এখন জনমতে স্বস্তি আছে।”

সোমবার সকালে নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।

রওশন বলেন, “এখন দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। বিএনপি যে আন্দোলন করছে, তা তাদের নেতা-কর্মীরা করছেন। তাদের সঙ্গে জনগণ নেই।”

তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করা হলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। চীন, জাপান বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে এসেছে, তারা পিছিয়ে যাবে। এতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।”

জাতীয় পার্টির যেসব মন্ত্রী আছেন, তাদের মন্ত্রিপরিষদ থেকে বের করে আনার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান রওশন।

খালেদা জিয়াকে অবরুদ্ধ করা নিয়ে রওশন বলেন, “সরকার বলেছে নিরাপত্তার জন্য এটা করেছে। সে ক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। তবে অগণতান্ত্রিক কারণে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হলে আমরা তা সমর্থন করি না।”



মন্তব্য চালু নেই