সোমবার প্রেসক্লাবে যেতে পারেন খালেদা

সোমবার প্রেসক্লাবে বিএনপিপন্থি সাংবাদিকদের সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা রয়েছে। যদিও তিনি এখনো গুলশানের তার রাজনৈতিক কার্যালয়ে কার্যত অবরুদ্ধ।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে ৮ সাংবাদিক নেতা গুলশান কার্যালয়ে যান। এসময় পুলিশ তাদের বাধা দেয়নি।

সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে শওকত মাহমুদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে উজ্জীবিত ও প্রফুল্ল মনে হয়েছে। ডিএমপির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য সভাসমাবেশ নিষিদ্ধ করা হলেও সমাবেশ করতে বদ্ধপরিকর। এবং সেব বাধা উপেক্ষা করে তিনি সেই সমাবেশে যাবেন।

এদিকে বিএফইউজে (একাংশ) সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার গণতন্ত্র পুনরুদ্ধার ও ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রেসক্লাবে সমাবেশ করবেন সাংবাদিকরা। ইতিমধ্যে তার আয়োজন শুরু হয়েছে। সে সমাবেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই