সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
খালেদা জিয়া নাটক করছেন
নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভালো অভিনেত্রী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান কার্যালয়ে বসে তিনি নাটক করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেছেন, ‘তার মতো এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না। তিনি ভালো নাচতে পারেন। স্কুলে নাচতেন।’
রোববার রাত সাড়ে ৭টায় গণভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঈদে মিলাদুন্নবীর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে এমন একটা দিনে তার কারণে ধর্মকর্মও করতে পারছে না। জ্বালাও পোড়াও চলছে, সবাই আতঙ্কের মধ্যে আছে।’
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন
সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব সরকারি ও বেসরকারি মাধ্যমে তার ভাষণ সম্প্রচার করা হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকী উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতবছরের ৫ জানুয়ারি আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে।
মন্তব্য চালু নেই