ডেডলাইন ৫ জানুয়ারি: সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত ৩৫, আটক ৪৫

সারাদেশে ২০দলের বিক্ষোভ উপলক্ষ্যে বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

রাজধানীতে ৯ বাসে আগুন:
৫ জানুয়ারি কর্মসূচি ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার জেরে সারা দেশে আটটি বাসে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি বাস রাজধানী ঢাকার।

পুরান ঢাকার যাত্রাবাড়ি এলাকায় সন্ধ্যায় বাহাদুর শাহ পরিবহনের একটি মিনিবাসে এবং শনিআখড়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাহাদুর শাহ পরিবহনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র শেখ আবু তাহের আহত হন।

তবে এ ঘটনা অস্বীকার করে যাত্রাবাড়ি থানার ওসি অবনী শংকর কর দ্য রিপোর্টকে বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের থানার অধীনে হয়নি।’

পোস্তগোলায় যাত্রীবাহী বাসে আগুন: রাজধানীর পোস্তগোলা আবদুল্লাহ ফিলিং স্টেশনের সামনে বেশ ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ০৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই বাসে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোস্তগোলা আবদুল্লাহ ফিলিং স্টেশনের সামনে ওই বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরে বাসে অগ্নিসংযোগ ভাঙচুর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার খবরে গাজীপুরে চারটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।

এসময় তারা অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০-১৫ জনের একটি দল ঝটিকা মিছিল করে এসব ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০-১৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরে তারা মহাসড়কে অন্তত ৩০টি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে।

এক পর্যায়ে জেলা শহরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে বাসে আগুন ধরিয়ে দেয়।

সেই সঙ্গে শিববাড়ি এলাকায় বিআরটিসি বাসেও অগ্নিসংযোগ করে। তারা অন্তত ৪টি বাসে আগুন লাগায়।

স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের সিট ও ইঞ্জিন পুড়ে যায়। তবে এঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।

আজিমপুর মোড়ে বাসে আগুন: রাজধানীর আজিমপুর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসে আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমপুর মোড়ে ওই বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর মো. মুস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে ফেনীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সাইবার ইউজার দল।

রোববার বিকাল তিনটার দিকে বিএনপি একটি মিছিল বের করে।

পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল মিছিলে নেতৃত্ব দেন।

অপরদিকে চারটার দিকে ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে সাইবার ইউজার দল। জেলা আহবায়ক শরীফুল ইসলাম রাসেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনা যায়। মুহূর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে। রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়।

কুড়িলে বাসে আগুন: রাজধানীর কুড়িল বিশ্বরোডে সুপ্রভাত নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সুপ্রভাত নামে ওই বাসে আগুন দেয় তারা।

বাসটি গাজীপুর-গুলিস্তান রুটে চলাচল করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে আগুন: ময়মনসিংহ শহরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হয়নি। তবে দুর্বৃত্তদের ইটের আঘাতে আহত হয়েছে বাসের চালক।

রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের চালক আহত শহিদুল ইসলাম জানান, ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত প্রথমে বাসটি থামিয়ে ভাঙচুর চালায়। পরে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে এতে আগুন ধরিয়ে দেয়। এসময় মাথায় ইটের আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ত্রিশাল থেকে ময়মনসিংহগামী রাজা পরিবহনের একটি বাস (ঢাকা জ-৭০৫৫) শহরের চরপাড়া এলাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত প্রথমে বাসটি থামিয়ে ভাঙচুর চালায়।

পরে যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে এতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, বেলা আড়াইটার দিকে আমরা বাসে অগ্নিকাণ্ডের খবর পাই।

প্রাথমিক ভাবে আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গুলশান কার্যালয় থেকে ১২ বিএনপি নেতাকর্মী আটক: বিএনপি চেয়ারপারসনকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১টার দিকে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করায় তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতিতে মিছিল করে এবং পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করায় তাদের আটক করা হয়েছে।

তবে এ মুহূর্তে তাদের নাম বলতে পারছিনা।

তিনি আরো জানান, এ ঘটনায় গুলশান পার্কসহ কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক আরও ৩: সিলেটে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার ০৪ জানুয়ারি বিকেল সোয়া ৪টায় নগরীরর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনকে আটক করে পরে আরও ৩ জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টায় ছাত্রদলের একটি গ্রুপ জিন্দাবাজার সিতারা ম্যানশনের সামনে থেকে এবং ওপর একটি গ্রুপ পাশের কাজিইলিয়াস এলাকা থেকে মিছিল বের করে।

এ সময় তারা পুলিশি বাধার মুখে পড়ে।

মিছিলকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শর্ট গানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড গুলি ছুঁড়া হয়েছে।

এসময় মিছিলকারীদের ১৩ জনকে আটক করা হলেও বাছাই করে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১০ জনকে আটক করা হয়েছে।

কাঁটাবনে ছাত্রদলের মিছিল,গাড়ি ভাঙচুর: শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর কাঁটাবন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলে পুলিশ ধাওয়া করলে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মাইনুল ইসলাম শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হকের নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়।

মিছিলটি কাঁটাবন থেকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে পুলিশ ধাওয়া করলে ছাত্রদল কর্মীরা গাড়ি ভাঙচুর করে।

এ সময় মিছিলে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক করিম সরকার, আসাদ, মাইনুল ইসলাম, বাশার সিদ্দিকী, ছাত্রদল নেতা নজরুল ইসলম নাহিদসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি এলাকায় ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ছাত্রদল কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের কালীবাড়ি এলাকায় ছাত্রদল একটি মিছিল বের করে।

এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এতে পুলিশসহ ৩০জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ১৬ জনকে আটক করছে বলে জানা গেছে।

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ভাংচুর: খালেদা জিয়াকে কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল।

এ সময় ছাত্রদলকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে দশজনকে আটক করেছে।

সংঘর্ষে আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, রবিবার বেলা ২টায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও ছাত্রদলকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের দশ কর্মীকে আটক করে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়েছে নাসিরাবাদ এক্সপ্রেস: ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ চলার সময় স্থানীয় রেলগেটে আটকা পড়েছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস।

রোববার সংঘর্ষ চলার সময় বিকেল পৌনে ৫টার দিকে রেলগেট এলাকায় আটকা পড়ে ট্রেনটি। ট্রেনটির আটকা পড়ার কথা নিশ্চিত করেন কমলাপুরস্থ রেলওয়ে কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বিকেল সাড়ে চারটায় শহরের কালীবাড়ি এলাকায় মিছিল বের করে জেলা ছাত্রদল।

এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন: গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-৩২০৫) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ০৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজেন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যাবার আগেই স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলে।

এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।



মন্তব্য চালু নেই