তবু রাস্তায় নামবেন খালেদা
রাজধানীতে সভা-সমাবেশ, মানবন্ধন ও মিছিলের ওপর পুশিলের জারি করা নিষেধাজ্ঞা মানেন না অবরুদ্ধ বিএনপির চেয়ারপাসন ব্গেম খালেদা জিয়া। তিনি এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে আগামীকাল তিনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
বিএনপিপন্থি সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘আমি এই অবৈধ সরকারের কোনো আদেশ মানি না। কাল আমি বেরুব, রাস্তায় নামবো।’
সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বেরিয়ে এ কথা জানান খালেদা জিয়ার উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ।
এসময় তার সঙ্গে ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব এমএ আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের গণি চৌধুরী, ইলিয়াস খান, কামার ফরিদ প্রমুখ।
তারা দুপুর দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে যান। এসময় পুলিশ তাদের কোনো বাধা দেয়নি।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ৩টার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে বেরিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব বলেন, ‘এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।’
আইনজীবীদের ওই দলে আরো ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, চেয়ারপারসনের উপদেষ্টা আ্যাডভোকেট জয়নুল অবেদিন, ঢাকা বারের বর্তমান সভাপতি মহসিন মিয়া, ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ প্রমুখ।
এদিকে রোববার বিকেল ৫টা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও যে কোনো মূল্যে ৫ জানুয়ারির কর্মসূচি পালনে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল অভিযোগ করেছেন, ‘শনিবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ২০ দলীয় জোট প্রধানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী ক্ষমতাসীনরা দলের নেতাকর্মীদের নেত্রীর ধারের কাছেও ঘেঁষতে দিচ্ছে না। এমনকি সংবাদকর্মীদেরও তার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।’
মির্জা ফখরুল এমন দাবি করলেও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের বলছেন, ‘খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে শুধু তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু খালেদা জিয়া নয়, বিএনপির কোনো নেতাকেই অবরুদ্ধ করা হয়নি।’
মন্তব্য চালু নেই