বিরামপুরে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বিরামপুর থানা পুলিশ সাঁড়াসী অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ছিনতাকারীকে আটক করেছে। দ্রুত বিচার আইনে মামলা দিয়ে তাকে রবিবার (৪ জানুঃ) দুপুরে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৩ জানুঃ) রাতে উপজেলার চন্ডিপুরÑমৌপুকুর রাস্তায় সংঘবদ্ধ ছিনাকারী দল অবস্থান নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জনৈক আঃ ছাত্তারের সাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে থানায় ওসি আমিরুজ্জামান, সেকেন্ড অফিসার শাহা আলম ও এসআই মাহফুজ ইমতিয়াজের নেতৃত্বে পুলিশদল ঐ এলাকায় অভিযান শুরু করেন।
এসময় ছুরি ও লোহার রডসহ হিমেল (২২) নামে এক ছিনতাইকারীকে আটক এবং তার হেফাজত থেকে ছিনতাই হওয়া সাইকেল ও মোবাইল উদ্ধার করেন। দলের অন্য সদস্যরা পুলিশী অভিযানে পালিয়ে গেছে। আটক হিমেল উপজেলার দূর্গাপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম রব্বানী চিশতী জানান, পলাতক ছিনতাইকারীদের ধরতে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।
মন্তব্য চালু নেই