শিগগিরই ছাত্রলীগের সম্মেলন
অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি বদিউজ্জামান সোহাগ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
সোহাগ বলেন, ‘আমরা জেলাপর্যায়ে অর্ধশতাধিক কাউন্সিল করেছি। বাকিগুলো অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের সম্মেলন করা হবে।’
সম্মেলন সম্পর্কে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘এটা বর্তমান কমিটির ৪তর্থতম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি। এটাই হবে বর্তমান কমিটির শেষ র্যালি।’ তিনিও অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় সংসদের সম্মেলনের ঘোষণা দেন।
সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে কটুক্তি করার কারণে তারেক রহমান ক্ষমা না চাইলে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও সমাবেশ করতে পারবে না বিএনপি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে র্যালিটি শাহবাগ ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবর্ষিকীর এ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, লিয়াকত শিকদার, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
মন্তব্য চালু নেই