ওপেনার সাকিব আল হাসান
আন্তর্জাতিক অঙ্গনে কখনো ইনিংসের শুরুতে ব্যাটিং করেননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমেছেন। ঘরোয়া ক্রিকেটেও ইনিংস ওপেন করেননি! পাড়ার ক্রিকেটে করেছেন কি না তা শুধু সাকিবই বলতে পারবেন।
তবে শুক্রবার ওপেনার হিসেবে অভিষেক হলো সাকিব আল হাসানের। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের চতুর্থ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। সাকিবের দলের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে ব্যাটিং করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে ২২১ রান সংগ্রহ করে।
ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। ২৮ রানে থেমে যায় তার ইনিংস। ৫১ বলে ৩ বাউন্ডারিতে ২৮ রানের ইনিংসটি সাজান তিনি। আসিফ আহমেদের করা ১৪তম ওভারের শেষ বলে উঠিয়ে মারতে গিয়ে লং অফে মুমিনুলের হাতে তালুবন্দি হন তিনি।
ইনিংসের ষষ্ঠ বলে শফিউল ইসলামের বলে কভারে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন সাকিব। এরপর নবম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে লং অফ ও লং অন দিয়ে আরো দুটি বাউন্ডারি হাঁকান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এরই মধ্যে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জ।
মন্তব্য চালু নেই