নিজের প্রতি ঘৃণার জন্ম দেয় মিথ্যা প্রচারণা
ফেসবুকে বেশি লাইক পাওয়ার জন্যে কি নিজের ছবিটিকে ঘষামাজা করেন? মনে রাখবেন, পরবর্তীতে এ ধরনের কাজের জন্য লজ্জাবোধ হবে এবং নিজের কাছে নিজে ছোট হয়ে যাবেন। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে জানানো হয়, সোশাল মিডিয়ার দুই-তৃতীয়াংশ মানুষ বাস্তবতায় নানা রং চড়ান এবং নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান। সোশাল নেটওয়ার্ক সাইট ‘পেনকারেজ’ এ জরিপ চালায়। এখানে নাম ছাড়াই পোস্ট দিতে পারেন সবাই।
দেখা গেছে, যারা আগে নিজের চেহারায় পরিবর্তন এনে এবং তথ্য দিয়ে আসল বিষয়টি বদলে ফেলেছেন, তারা পরে গিয়ে এসব কাজের জন্যে বিব্রত বোধ করেছেন। প্রতি ১০ জনের মধ্যে একজন এই অনুশোচনায় ভোগেন। সোশাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস দিতে গিয়ে বা ৬৮ শতাংশ মানুষ বাস্তবতা গোপন করে রংচঙে করেন। সোসাইটি অব দ্য নিউরোসাইকোঅ্যানালিস্ট এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রিচার্ড শেরি বলেন, এসব কাজ করতে করতে এক সময় অনুশোচনা আসে। মিথ্যা চড়ানোর জন্যে নিজের প্রতি নিজেরই বাজে ধারণার সৃষ্টি হয়। আর এমনটি হলে নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হয় বলে জানা গবেষক।
মন্তব্য চালু নেই