মামলা থাকায় আসলেন না...

সভাপতি-সম্পাদক ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলো ছাত্রদল

কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান মিন্টুকে ছাড়াই এবার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৬ পাউন্ড কেক কাটা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, রাজিব আহসান এবং আকরামুল হাসানের বিরুদ্ধে মামলা থাকার কারণে তারা অনুষ্ঠানে যোগ দেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি মামনুর রশিদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই