মেয়র আরিফ কারাগারে অসুস্থ, ঢাকায় প্রেরণ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। বুধবার সন্ধ্যার পরপর তিনি অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়।

হবিগঞ্জ সদরের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর পর মেয়র আরিফ হঠাৎ কারাগারে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে কারাগারে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, আরিফকে প্রথমে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হবে।

গত ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় আরিফসহ ১১ জনের নাম যুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল সম্পূরক চার্জশিট জমা দেন।

শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আরিফুল হক চৌধুরী। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আরিফকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।



মন্তব্য চালু নেই