নিরাপত্তা চেয়ে খালেদা জিয়ার জিডি

রাজধানীর বকশীবাজার অস্থায়ী আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরার দিন নিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার আইনজীবী।

বুধবার দুপুরে চকবাজার থানায় জিডি করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া তার পক্ষে জিডির কপি নিয়ে থানায় যান। আবেদনটি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক গ্রহণ করেন। তবে কোনো জিডি নম্বর দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে ওসি তাদের জানান।

অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বকশীবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় চকবাজার থানায় জিডি করা হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি তার হাজিরার দিন ধার্য রয়েছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই হাজিরার দিনগুলোতে যাতে কোনো ঝামেলা না হয়, সেই জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে।

জিডি করার সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আমিনুল ইসলাম প্রমুখ।

গত ২৪ ডিসেম্বর আদালতে খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় নেতা-কর্মীদের জমায়েত করে বিএনপি। তাদের জমায়েতে হামলা চালায় ছাত্রলীগ। এ নিয়ে দিনব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই