‘শিক্ষিকা হত্যার দায় খালেদার’

বিএনপিকে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামি বর্জন করা শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির ব্যাকরণ বুঝে কর্মসূচি দেয়া উচিত। এখন তো জামায়াতও আপনাদের বর্জন করা শুরু করেছে। খালেদা জিয়ার পাশে এখন আর কেউ থাকছে না।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার অনেক আগেই শুরু হয়েছে। আজ আজহারের ফাঁসি হয়েছে। তবে জামায়াত চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।’

সুরঞ্জিত বলেন, ‘সোমবার বিএনপির ডাকা হরতাল ছিল হাস্যকর। যেভাবে গাড়ি- ঘোড়া চলেছে তাতে বিএনপির হরতাল‌‌ ‘পর্বতের মূসিক প্রসব’ ছাড়া আর কিছু নয়। নোয়াখালীতে একজন শিক্ষিকাকে ঢিল মেরে হত্যা করেছে বিএনপির কর্মীরা। এর দায় খালেদাকেই নিতে হবে। এটা কি সহিংসতা নয়।’

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির কার্যালয়ে একা ছিলেন দাবি করে তিনি বলেন, ‘এখন তো রিজভী একা ব্রিফিং করেন। তারও তো একটা মান-সম্মান আছে। আবার হরতাল দিলে সেও (রিজভী) আর ব্রিফিং করবে না।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, ‘আপনি আন্দোলনের ইস্যু হারিয়ে ফেলেছেন। আপনার ছেলেকে দিয়ে যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করিয়েছেন, সেটা আপনার দলের অনেক নেতারাও গ্রহণ করেনি। এ নিয়ে কোনো আন্দোলনও হতে পারে না।’

ছেলেকে দিয়ে বঙ্গবন্ধুর নামে কটূক্তি করা থেকে খালেদা জিয়াকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ ইতিহাস বিকৃতি জনস্বার্থে নয়। এজন্য আপনি জনগণের কাছ থেকে প্রত্যাখান হয়েছেন। এখনো সময় আছে গঠনমূলক রাজনীতি করুন ‘

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশে সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, মিনহাজ উদ্দিন মিন্টু, আসাদুজ্জামান দূর্জয়, হুমায়ুন কবির মিজি প্রমুখ।



মন্তব্য চালু নেই