‘সর্বকালের সেরা কোচ মরিনহো’

স্বদেশী কোচ হোসে মরিনহোকে সর্বকালের সেরা কোচ বললেন পর্তুগিজ সুপার এজেন্ট জর্জ মেনডেস। মরিনহোর এজেন্ট জর্জ মেনডেস মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেড অ্যালেক্স ফার্গুসনকে ছাড়িয়ে গেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থেকেই নতুন বছরে প্রবেশ করছে হোসে মরিনহোর দল। রিয়ালে তিন বছর কাটানোর পর এখানে এসেছেন মরিনহো। সেখানে লা লিগা জয়ের পাশাপাশি ক্যারিয়ারে আরও অনেক শিরোপাই জয় করেছেন তিনি।

মেনডেস বলেন, ‘বিশ্বের সেরা কোচ মরিনহো। সত্যি বলতে তিনি সর্বকালের সেরা কোচ।’ তিনি যোগ করেন, ‘তার বয়স মাত্র ৫২ বছর। আরও কেউ এই বয়সে এতোগুলো ট্রফি জয় করেছে বলে আমার জানা নেই। সবচেয়ে কাছাকাছি আছেন আলেক্স ফার্গুসন।

গ্লোব সকারের পুরস্কারের তালিকায় সেরা এজেন্ট হিসেবে নাম লিখিয়েছেন জর্জ মেনডেস। তারপরই এমন মন্তব্য করলেন তিনি।



মন্তব্য চালু নেই