ছবি মুক্তির আগেই ট্রেলারে বাজিমাত
আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা মহেশ ভাটের ‘খামোশিয়া’। কিন্তু এর আগেই ছবির ট্রেলার মাতিয়ে বেড়াচ্ছে ইউটিউব। এরমধ্যেই মাত্র দশ দিনে ২০ লাখের বেশি মানুষ দেখেছে এটি।
ট্রেলারে ব্যাকগ্রাউন্ডে ‘খামোশিয়া’র টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অরিজিত সিংহ।
ছবির চিত্রনাট্য একজন লেখককে কেন্দ্র করে, যিনি ঘুরছেন তার গল্পের খোঁজে। এর সঙ্গে রয়েছেন লাস্যময়ী স্বপ্না পাব্বি।
জানুয়ারির ৩০ তারিখ মুক্তি পাবে এই ছবি। করণ দারার পরিচালিত খামোশিয়া প্রযোজনা করেছে বিশেষ ফিল্মস, পরিবেশন করছে ফক্স স্টার স্টুডিও। এই ছবিতে গুরমিত চৌধুরীও অভিনয় করেছেন।
মন্তব্য চালু নেই