মাত্র ৪ রানে অলআউট

অবিশ্বাস্য হলেও সত্যি। এক দিনে ৪০০ রানও ওঠে, আবার ৪ রান করেও কোনো দল অলআউট হয়ে যায়। ভারতের রাজধানী দিল্লির ক্রিকেটে এমন ঘটনাই ঘটেছে।

খুরগাওয়ের শিবাজি পার্কে অনূধর্ব-১৬ আন্তঃস্কুল টুর্নামেন্টের ফাইনালে মাত্র ৪ রানে অলআউট হয়ে যায় রাজহনস বিদ্যালয়। প্রতিপক্ষ যশোধমের বিপক্ষে রাজহনসের নয় জন ব্যাটসম্যানই শুন্য রানে আউট হয়। একজন মাত্র দুই রান করে। বাকি দু রান এসেছে লেগ বাই থেকে। যশোধামের পক্ষে গৌরাঙ্গ কোচার ও রায়ান থমাস দশটি উইকেট ভাগাভাগি করেন।



মন্তব্য চালু নেই