বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ‘নেড়ি কুত্তার’ মতো পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ হুমকি দেন।
নাজমুল তার স্ট্যাটাসে লেখেন, ‘তিনদিনের মধ্যে ছবি বিশ্বাসের উপর হামলার জবাব দিব। ডাক্তার বলছিলো আরও কয়টাদিন থাকতে আর থাকতে পারলামনা কুকুরদের ঘেউ ঘেউ এর কারনে। ন্যাড়ী কুত্তার মতো পিটামু বি এন পি র বড় নেতাদের।’
উল্লেখ্য, দুপুর বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান খালেদা জিয়া। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মী অতর্কিতে হামলা চালায়। এ ঘটনার পর এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এতে তিনি আহত হন এবং তার গাড়িটি ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর বিকেলে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্ব ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকেরা বিএনপির মিছিলে হামলা করে। তাদের খালেদা জিয়ার গাড়িবহরে হামলার করার পরিকল্পনা ছিল বলেও দাবি করেন তিনি।
মন্তব্য চালু নেই