নানা আয়োজনে পাবনায় দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পাবনায় নানা আয়োজনে পালিত হয় দৈনিক ইত্তেফাকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে প্রেস ক্লাব ভিআইপি অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকের জেলা প্রতিনিধি আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহম্মেদুল হক রানা, সাবেক সম্পাদক ও সমকাল প্রতিনিধি এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি রুমী খোন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সোরোয়ার মোরশেদ উল্লাস। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কেককেটে দৈনিক ইত্তেফাকের ৬২তম বৎসরের পদার্পনের শুভ কামনা করেন।



মন্তব্য চালু নেই