সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাইমন সাদিক। তিনি ৩৬১ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এতে মিশা সওদাগর ২৫৯ ভোট পেয়ে সভাপতি এবং জায়েদ খান ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এফডিসিতে শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে অংশ নেয় তিনটি প্যানেল (ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল)। এতে মোট ২১টি পদে ৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



মন্তব্য চালু নেই