পর্দায় প্রথমবার মুখোমুখি অপু-বুবলি

গেল এপ্রিল মাসজুড়েই সংবাদের শিরোনামে ছিলেন দেশের সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের ব্যক্তিগত সম্পর্কের গোপন সংবাদ নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু। সবাইকে অবাক করে এক বছর অন্তর্ধানে থাকার পর শাকিবের পুত্রসহ প্রকাশ্য হন। সাড়া পরে যায় সিনেমা ইন্ডাস্ট্রিতে। আর এই অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে নাকি হাত ছিলো শাকিবের হাত ধরে সিনেমায় আসা চিত্রনায়িকা শবনম বুবলির!

সেই হিসেবে শাকিব-অপুর মধ্যে তৃতীয় ব্যক্তিটি চিত্রনায়িকা বুবলি। মূলত, অপু বিশ্বাস সন্তান জন্মদানের জন্য কাউকে কিছু না বলে দেশ ত্যাগ করেন গত বছর। আর তার অনুপস্থিতে শাকিবের হাত ধরে বাংলা সিনেমায় আভির্ভূত হন চিত্রনায়িকা বুবলি। শাকিবের সঙ্গে জুটি বেধে করেন বসগিরি, শ্যুটার-এর মতো সিনেমা। কিন্তু তখনো কেউ জানেন না, অপুর সঙ্গে শাকিবের কি সম্পর্ক। কিন্তু সন্তান জন্মের পর যখন দেশে ফেরেন অপু, তখন শাকিবের সঙ্গে বুবলির এতো মাখামাখি কোনোভাবেই নিতে পারছিলেন না।

মানসিক টানাপোড়েন শুরু হয় অপুর মধ্যে। অন্যদিকে এই টানাপোড়েন চরমমাত্রা ধারন করে, বুবলি যখন তার পরিবারের সঙ্গে শাকিবসহ ছবি তোলে সেটা ফেসবুকে দেয়। এবং ক্যাপশনে লিখে, ফ্যামিলি টাইম’। বুবলির এই বিষয়টা কোনোভাবেই নিতে পারেননি অপু বিশ্বাস। এটাকে তিনি উদ্ধত আচরণ বলে মনে করেন। ক্ষুব্ধ হয়ে ফোনে শাসিয়ে দেন বুবলিকে। বলেন, শাকিব খান কি করে তার ফ্যামিলির সদস্য হয়। বুবলিও উল্টো অপুকে প্রশ্ন ছুড়ে মারেন, তাতে তার কি সমস্যা? শাকিব তার কে?

বুবলির এমন প্রশ্ন নিতে পারেননি বলেই হয়তো এমন ঘটনার কয়েক দিনের মাথায় শাকিব খানের সঙ্গে কি সম্পর্ক তা বুঝিয়ে দেয়ার জন্যই ভেতরে লুকানো সমস্ত গোপন কথা ফাঁস করে দেন অপু। আর তখনই জানা যায়, অপু বিশ্বাসের সঙ্গে নয় বছর আগে শাকিব খানের বিয়ের কাহিনী এবং সন্তান জন্মের বিষয়টিও। আর এসমস্ত বিষয় সামনে আসায় চুপ মেরে যান বুবলি।

তবে বাস্তবের সমস্ত কাদা ছুড়োছুড়ি মারিয়ে পর্দায় এবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন অপু-বুবলি। আসছে ঈদে দুজনকে প্রেক্ষাগৃহ দখলের লড়াইয়ে দেখা যাবে। কিন্তু সবচেয়ে হাস্যকর ঘটনা হচ্ছে, দুজনের সঙ্গীই আবার সেই শাকিব খান।

হ্যাঁ। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বছর খানেক আগে শ্যুটিং শেষ হওয়া বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি সদ্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর এই ছবিটি আসছে ঈদেই মুক্তি দিতে চান নির্মাতা। এভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্যদিকে ‘বসগিরি’ খ্যাত তারকা নির্মাতা শামিম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’ নামের ছবিটিও আসছে ঈদে মুক্তি দিতে মরিয়া এ নির্মাতা। আর এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন চিত্রনায়িকা বুবলি। ছবির নির্মাতা রনি জানিয়েছেন, যতো বাধা বিপত্তিই আসুক আসছে ঈদে ‘রংবাজ’ মুক্তি তিনি দিবেনই। সেই হিসেবে, আসছে ঈদুল ফিতর জমে উঠবে পর্দায় শাকিব-অপু আর শাকিব-বুবলি জুটির লড়াইয়ে। এখন সে অপেক্ষায় সবাই।



মন্তব্য চালু নেই