হারাবে না হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ মেসেজ

নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই ফিচারে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আর হারিয়ে যাবে না।

প্রযুক্তি বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফিচারে মেসেজকে ‘পিন’ করে রাখা যাবে। অর্থাৎ দরকারি চ্যাট মেসেজকে লিস্টের একদম উপরে রাখবে। অন্যান্য মেসেজ আসলেও পিন মেসেজটিকে সবার উপরেই দেখাবে। আর পিন করার জন্য ব্যবহারকারীকে চ্যাটের উপরে ট্যাপ করে ‘হোল্ড’ করতে হবে। এরপর ওই মেসেজে একটি পিন লোগো ডিলিট বারসহ প্রদর্শন করবে।

জানা গেছে, নতুন এই ফিচারটি এখনো বেটা ভার্সনে রয়েছে। সব ব্যবহারকারীরা কবে নাগাদ এই ফিচার পেতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সূত্র: ম্যাশেবল



মন্তব্য চালু নেই