কার সাথে বিয়ে হয়েছে সাকিবের বোন রিতুর, ছেলে কি করছেন?
অজানাই ওই প্রশ্নের উত্তর। কার সাথে বিয়ে হয়েছে সাকিবের বোন রিতুর, ছেলে কি করছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর থেকে দেশে ফিরছেন সাকিব। বিয়ের কারণে দেশে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বোনের আকদ সম্পন্ন হওয়ার পরদিন, পাঁচ মে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিবেন সাকিব। আগামী বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চতে অনুষ্ঠিত হবে সাকিব আল হাসানের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ের অনুষ্ঠান।
শ্রীলঙ্কা থেকে সরাসরি ভারত পৌঁছানোর চার ম্যাচ পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পেয়েছিলেন সাকিব। দলের ষষ্ঠ ম্যাচে খেলেন গুজরাট লায়ন্সের বিপক্ষে। কিন্তু একম্যাচ পর আবারও একাদশের বাইরে চলে যান বাঁ-হাতি এই অলরাউন্ডার। সাকিবের দেশে ফেরার আগে বুধবার রাইজিং পুনে সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার।
এদিকে স্ত্রী ও সন্তানের অসুস্থতার খবরে গত রোববার রাতে দেশে ফেরেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বুধবার আইপিএল শেষে দেশে ফিরবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানও। বিসিবি সূত্র জানা গেছে, তিনজন একসঙ্গেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন।
মন্তব্য চালু নেই