মে দিবসের আহবান | হুসাইন বিন আফতাব

মে দিবসের আহবান

হুসাইন বিন আফতাব


রক্তঝরা শ্রম দিয়ে
সারা গায়ে ঘাম ঝরিয়ে
উড়ায় যারা নিশান,
পায়না তারা নায্যদাবী
কাজের প্রতিদান।

কারখানাতে দিবারাতি
দেশের সেবায় শ্রমিক জাতি
সচল রাখে চাকা,
অমানবিক নিষ্ঠুরতায়
দুচোখে আজ ফাঁকা।

এসো দাড়াঁই তাদের পাশে
সুখের ছোঁয়ায় উঠুক হেসে
শ্রমজীবি প্রাণ,
এক কাতারে মালিক শ্রমিক
গেয়ে উঠুক গান।



মন্তব্য চালু নেই