প্রথম দিনে ২৬.৬৩ লক্ষ টাকার ব্যবসা পিকে-র
শুধু দর্শকদেরই নয়, হল-মালিকদের মুখের হাসিও চওড়া করল আমির খানের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি ‘পিকে’৷ মুক্তির পর প্রথম দিনেই বক্স অফিসে ২৬ কোটি ৬৩ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি৷ দু’দিনে এই ছবির ব্যবসার পরিমাণ ৫০ কোটি টাকার সীমা পেরিয়ে গিয়েছে৷ তবে ওপেনিং বাবদ ব্যবসার নিরিখে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ এর তুলনায় ‘পিকে’ অনেকটাই পিছিয়ে৷ মুক্তির পর প্রথম দিনে ‘হ্যাপি নিউ ইয়ার’ ব্যবসা করেছিল মোট ৪৪ লক্ষ ৯৭ কোটি টাকার৷ সেখানে ‘পিকে’ অর্জন করেছে ২৬ কোটি ৬৩ লক্ষ টাকা৷
‘মুন্নাভাই’ সিরিজের অসাধারণ সাফল্যের পর রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ ছবিটিও দর্শকদের প্রশংসা কুড়োতে সক্ষম হয়েছিল৷ ওই ছবিতেই প্রথম হিরানির পরিচালনায় অভিনয় করেছিলেন আমির খান৷ ‘পিকে’ হিরানির সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি৷ মুক্তির আগে থেকেই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে৷ যা কয়েকগুণ বাড়িয়ে তুলেছিল ছবির নানারকম পোস্টার, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সম্পূর্ণ নগ্ণরূপে আবির্ভূত আমিরের একটি বিতর্কিত পোস্টারও৷ গত ১৯ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পায় ‘পিকে’৷ আর মুক্তির প্রথমদিনের রিপোর্ট কার্ড অনুযায়ী, দর্শকদের প্রত্যাশা পূরণে সফল আমির খান-অনুষ্কা শর্মার ‘পিকে’৷ এতটাই যে, দর্শকদের মতে, ‘থ্রি ইডিয়টস’ নয়, ‘পিকে’-ই আমির-হিরানি জুটির শ্রেষ্ঠ ছবি৷ অভিনব কাহিনির পাশাপাশি পারফেকশনিস্ট খানের জবরদস্ত অভিনয়েও মুগ্ধ তাঁরা৷ শুধু দেশেই নয়৷ বিদেশেও এই ছবির আয়ের হার ক্রমশ ঊধর্বমুখী৷ দর্শকদের পাশাপাশি কট্টর চলচিচত্র-সমালোচকরাও ‘পিকে’-র তারিফ করেছেন উদার কণ্ঠে৷ এখন শুধু দেখার, বক্স অফিসে পিকে-র এই স্বপ্ণের দৌড় কতদূর স্হায়ী হয়!
মন্তব্য চালু নেই