বলিউডের নায়িকাদের বড্ড পছন্দের তিনি!
ক্যাটরিনা কাইফের প্রিয় ক্রিকেটর কে জানেন? বিরাট নন কিন্তু। ক্যারিনা কাইফের পছন্দ ধোনিকে। রাহুল দ্রাবিড়কে তিনি পছন্দ করেন। এবার সেলিব্রিটি ক্রিকেটরদের নিয়ে খোলাখুলি মনের কথা জানিয়েই দিলেন বলিউডের বারবি ডল। ক্যাটরিনা বলেন, মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রিয় ক্রিকেটর ঠিকই, কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন দ্রাবিড়কে। এত ওই প্রাক্তন ক্রিকেটরকে এত পছন্দ করেন ক্যাট?
ওই প্রশ্নের উত্তরে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা বলেন, ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’ হলেন রাহুল দ্রাবিড়। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। শুধু তাই নয়, দ্রাবিড় ভীষণ লাজুক গোছের মানুষ বলেও মন্তব্য করেন ক্যাটরিনা। সম্প্রতি সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়, তাঁর প্রিয় ক্রিকেটর কে? সময় নষ্ট না করে সানির উত্তর ছিল, মহেন্দ্র সিং ধোনি।
অর্থাত, রাঁচির রাজপুত্রকেই সবচেয়ে বেশি পছন্দ সানি লিওনের। আর এবার ক্যাটরিনা কাইফও জানালেন, তাঁরও নাকি প্রিয় ক্রিকেটর হলেন ধোনি এবং রাহুল দ্রাবিড়। তবে বলিউডে যে ধোনির এত সেলিব্রিটি ভক্ত রয়েছেন, তা কি জানতেন রাঁচির রাজপুত্র?
মন্তব্য চালু নেই