বলিউডে আসছেন জ্যাকি কন্যা কৃষ্ণা?

তারকাদের সন্তানরা তো সুন্দর হবেই। তাই ইন্সটাগ্রামে ছবি দিলেই ভক্তদের চোখ এড়িয়ে যায় না। সেরকমই জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফের ইন্সটাগ্রাম প্রোফাইল দেখলে চোখ ফেরানো দায়। কৃষ্ণার ছবিগুলি দেখলেই বোঝা যায়, বর্তমান অভিনেত্রী ও মডেলদের সৌন্দর্যে টেক্কা দিতে প্রস্তুত তিনি।

এমনিতেই বলিউড জুড়ে এখন স্টার কিডসদের রমরমা। এই দলে আছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, সাইফ আলি খানের মেয়ে সারা, শাহরুখের মেয়ে সুহানা। তাদের মধ্যেই যোগ দিলেন জ্যাকি কন্যাও। দাদা তাইগার শ্রফও বলিউডে জায়গা করে নিয়েছেন। কৃষ্ণার ছবিগুলি দেখলেও বোঝা যায় যে, তার ভবিষ্যৎ-ও বলিউডই।



মন্তব্য চালু নেই