চার দফা দাবীতে নোয়াখালী ম্যাটস্’র শিক্ষার্থীদের বিক্ষোভ
এইচ.এম আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, দেশের সরকারি কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মস্থলের সুযোগ দেয়া, স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ইন্টার্ণশীপ ভাতা প্রদান সহ চার দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও আধাঘন্টা প্রধান সড়ক অবরোধ করেছে নোয়াখালী ম্যাটস্’র শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি ও নোয়াখালী ম্যাটস্’র ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আর এইচ রিফাত, সাধারণ সম্পাদক ও ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ দাউদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম সৈকত, মহিলা বিষয়ক সম্পাদিকা হুমায়ারা নাছরিন ও নোয়াখালী পরে একটি বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট তাদের দাবী সম্বলিত স্বারকলিপি পেশ করেন।
মন্তব্য চালু নেই