ভাগ হলো ঢাকা মহানগর বিএনপি, নেতৃত্বে সোহেল-কাইয়ুম

ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দুই কমিটি অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাসারকে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাউয়ুমকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে সদ্যবিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ হাসানকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে বাকি পদ পাওয়া অন্য সদস্যরা হলেন….


































মন্তব্য চালু নেই