হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে সরকার : ফখরুল

হেফাজতে ইসলামকে পটিয়ে-পুটিয়ে বশ করে আওয়ামী লীগ তাদের সঙ্গে নতুন করে ভাব জমানোর চেষ্টা করছে বলে দাবি করছে বিএনপি।

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেশ কয়েকটি ইসলামিক দলসহ হেফাজতে ইসলামকে কাছে টানার চেষ্টা করছে আওয়ামী লীগ- এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন,‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা ডাবল স্ট্যাডার্ড করি না তো। কথা এক, কাজে আরেক এটা আমরা করি না। পটিয়ে পুটিয়ে আবার বলেছেন, আসো তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি, ভালোবাসা করি। আমরা এর মধ্যে নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। হেফাজতে ইসলাম যখন দাবিটা করেছিল তখনই আমরা বলেছি তাদের কিছু দাবির সঙ্গে আমরা এক মত। এখন আপনারা (সরকার) ঢাক ঢোল পিটিয়ে যা করলেন তা অতীতে হয়ে গেছে। আমাদের সরকারের সময়েও দাওরা হাদিসকে মাস্টার্স সম্মান দিতে গেজেট হয়েছিল। এটা আবার নতুন করে তাদের (হেফাজতে ইসলাম) বশ করে তারা বিভিন্নভাবে (আওয়ামী লীগ) চেষ্টা করছে তাদের সঙ্গে ভাবের সম্পর্ক গড়ে তোলার।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় ন্যায়ের পক্ষে আছি, পৃথিবীর উপযোগী করে যাতে আমরা তাদের কাজে লাগাতে পারি সেইভাবে পাঠ্য কারিকুলাম করা উচিত বলে আমরা মনে করি।

আওয়ামী লীগ রাজনৈতিভাবে দেউলিয়া হয়ে গেছে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘দেওলিয়া হওয়ার কারণেই তারা বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। আমরা বারবার খোলা ময়দানে এক সঙ্গে খেলার করার আহ্বান জানালেও তারা সেটার মধ্যে নেই। আমাদের সবাইকে জেলে ঢুকিয়ে তারা একতরফা খেলতে চায়। এই খেলা দেশের মানুষ মেনে নেবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আলাদা করে নির্বাচনের জন্য তৈরি হতে হয় না। আমরা নির্বাচনে যেতে চাই। তবে সেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফ্লিড তৈরি করতে হবে তাহলেই বিএনপি নির্বাচনে যাবে। আমরা প্রত্যাশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু দলের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রীর ভুটান সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনতে পারলে সফর সফল হবে বলে আমরা মনে করি। ভারতের মতো সব কিছু দিয়ে আসলেন কিছুই নিয়ে আসতে পারলেন না। তখন এ সফর সফল হবে না।’



মন্তব্য চালু নেই