অবশেষে চলচ্চিত্রে প্রভা

দেশের মিডিয়ায় আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার এবারে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। এর আগে বিষয় নিয়ে বহু খবর প্রকাশিত হলেও প্রতিবারই প্রভা ভক্তরা হতাশ হয়েছেন। এবারে হয়তো সেই অভাববোধ থেকে মুক্তি মিলবে প্রভা অনুরাগীদের। এ বিষয়ে চলচ্চিত্র নির্মাতা ও প্রভার মধ্যে আলোচনা চলছে। সাইমন তারিক পরিচালিত ক্রাইম রোড সিনেমায় দেখা যেতে পারে প্রভাকে।

এ প্রসঙ্গে সাইমন তারিক বলেন, ‘চলতি বছরের ৩১ ডিসেম্বর সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। এখনো সকল অভিনয়শিল্পী বাছাই করা হয়নি। এ সিনেমায় প্রভাকে নেয়ার কথা চলছে। সবকিছু ঠিক থাকলে প্রভা এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন।’

এদিকে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘এখনো সিনেমার গল্প জানিনা। আগে গল্প সম্পর্কে জানি। গল্প ভালো লাগলে এ সিনেমাটিতে কাজ করব। আরও কয়েকদিন পর এটি নিশ্চিত করে বলতে পারব।’

গ্লামার কুইন প্রভা বর্তমানে ঢাকার অদূরে পূবাইলে একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। মিডিয়ায় তিনি কাজ শুরু করেন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এর পর তিনি বহু নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার কথা বলে আসলেও এখনো তাকে বড় পর্দায় দেখা যায়নি। এ বিষয়ে বরাবরই বলে এসেছেন, ‘ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।’

সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরি দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন এ তারকাকে।



মন্তব্য চালু নেই