বিকেলে কলকাতার মুখোমুখি মোস্তাফিজের হায়দ্রাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবারের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। বরাবরের মতোই এ ম্যাচের দিকে চোখ থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কারণ কলকাতায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর হায়দ্রাবাদের হয়ে খেলছেন বিস্ময় বোলার মোস্তাফিজুর রহমান। গেল ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কলকাতা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর হায়দ্রাবাদ আসরের প্রথম হারের স্বাদ পেয়েছে গেল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তাই পয়েন্ট তালিকার দুই নম্বর দল কলকাতার লড়াইটা জয় ধরে রাখার। আর তিনে থাকা হায়দ্রাবাদের জয়ের ধারায় ফেরার।

শ্রীলঙ্কা সফর শেষেই কলকাতা দলে যোগ দিয়েছেন সাকিব। কিন্তু নাইটদের তিন ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি তার। বেঞ্চ গরমই করে যাচ্ছেন তিনি। হায়দ্রাবাদের বিপক্ষেও সাকিব মূল একাদশে থাকবেন কি না তা নিশ্চিত নয়।

অন্যদিকে গেল মঙ্গলবার ভারত উড়ে যান দ্য ফিজ। মাঠে নেমেছিলেন পরদিনেই। কিন্তু ম্যাচটা তার জন্য পরিণত হয়েছিল দুঃস্বপ্নে।

গেলবার হায়দ্রাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজ ২.৪ ওভারেই দিয়েছিলেন ৩৪ রান। মুম্বাইয়ের কাছে ম্যাচও হেরেছিল তার দল। কলকাতার বিপক্ষে তাই নিজের পুরনো ফর্মে ফিরতে চাইবেন কাটার মাস্টার।

কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। আইপিএলে এখন পর্যন্ত নয়বারের লড়াইয়ে ৬টিতেই জিতেছে সাকিবের কলকাতা। আর ইডেনে ৪ ম্যাচের সবকটিতেই শেষ হাসি হেসেছে কলকাতা। হায়দ্রাবাদের লক্ষ্য হবে এই মাঠে তাদের জয়খরা ঘোচানোর। তার জন্যে মোস্তাফিজের অগ্নিমূর্তি ধারণের বিকল্প নেই।

সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, সুরিয়াকুমার যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম/সাকিব আল হাসান/রভম্যান পাওয়েল, ক্রিস ওকস, সুনিল নারিন, পিয়ুষ চাওলা, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট।

সানরাইজার্স হায়দ্রাবাদ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, দিপক হুডা, যুবরাজ সিং, বেন কাটিং/মোসেস হেনরিকস, নামান ওঝা, বিজয় শঙ্কর/বিপুল শর্মা, রশিদ খান, আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, মোস্তাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই