মাদকে বুঁদ অজগর
গত বছর আস্ট্রেলিয়ার পুলিশ ক্রিস্টাল মেথামফেটামিনের একটি ল্যাবরেটরিতে যখন অভিযান চালায় তারা সম্ভবত আশা করছিল, কয়েক কিলো মাদক, মাদক তৈরির উপাদান এবং টাকার স্তূপ খুঁজে পাবে।
কিন্তু অভিযানে তারা ছয় ফুট লম্বা একটি অজগর সাপ খুঁজে পেল যেটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে মাদকাসক্ত হয়েছে, জানিয়েছে বিবিসি।
ত্বকের মাধ্যমে মাদকের বাষ্প ও কণা অজগরটির শরীরে প্রবেশ করেছে বলে ধারণা করা হয়। নিরাময় কেন্দ্রে সাত মাস চিকিৎসার পর ‘অতি আক্রমণাত্মক’ অজগরটির আচরণ স্বাভাবিক হয়।
‘আইনি বাধ্যবাধকতার কারণে’ অস্ট্রেলিয়ার স্থানীয় বাসিন্দা জাঙ্গল কার্পেট প্রজাতির ওই অজগরটির নাম প্রকাশ করা হয়নি। মাদক পাচারকারী হিসেবে বিবেচিতদের মামলা শেষ হওয়ার পর সুস্থ অজগরটিকে নতুন মালিকের হাতে তুলে দেওয়া হবে।
কিছু অপরাধী তাদের লুকানো অস্ত্রশস্ত্র ও মাদক পাহারা দেয়ার জন্য বিষাক্ত সাপ ব্যবহার করে বলে জানিয়েছেন নিরাময় কেন্দ্রের এক কর্মকর্তা।
মন্তব্য চালু নেই