সেনাবাহিনী হত্যার মধ্যদিয়ে সরকারের যাত্রা শুরু : রিজভী

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী নয়। ক্ষমতাগ্রহণের পর থেকে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর চালাচ্ছে স্টিমরোলার, হত্যা করা হয়েছে শত শত নেতাকর্মীকে। পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যার মাধ্যমে এ সরকারের ক্ষমতার অভিসারে বিদেশি রাষ্ট্রের তাবেদার হওয়ার নীল নকশা নিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, গুম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলীকে গুমের প্রতিবাদে এবং অবিলম্বে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে যুক্তরাজ্য ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ‘এম ইলিয়াস আলীর জন্য প্রবাস থেকে যে আন্দোলন করা হয়েছে তার একজন সহকর্মী হিসেবে আমি সবার কাছে কৃতজ্ঞ।’ আগামীতে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পাশাপাশি বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে জবরদখলকারী সরকারের গুম ও খুনের বিরুদ্ধে সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আলহাজ তৈমুছ আলী। ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক ড. এম মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ কামাল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়্সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, কাউন্সিলর আ ম অহিদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি হাজী হাছন আলী, বাংলা টাউন কেটারার্স অ্যাসোসিয়াশনের সভাপতি গুলজার আহমেদ, যুক্তরাজ্য বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক মদরিস আলী বাদশাহ, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মনির উদ্দিন বশির।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ সাত্তার, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মদরিস আলী মফজ্জুল, আফজল হোসেন, নুরুল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমদ শাহীন, যুক্তরাজ্য বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আখতার হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ রহিম, দেওয়ান আব্দুল বাসিত, কবির মিয়া, নুরুল আলী রিপন, জাকির হোসেন, আখতার হোসেন শাহীন, আলকু মিয়া, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সলিসিটর একরামুল হক মজুমদার, বিএনপি নেতা এস এম লিটন, হেভেন খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ১ নম্বর সদস্য আবুল হাসনাত রিপন, ব্যারিস্টার এ এম শাহজাহান, সাংবাদিক রহমত আলী, বালাগঞ্জ বিএনপি সহ সভাপতি আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা আসাব আলী, আতাউর রহমান (মিফতা), আমিনুর রহমান আখতার, আমিনুর রহমান আকরাম, ডা. এম এন আলম, সালেহ গজনবী, তপু শেখ, সিটি যুবদলের সাধারণ সম্পাদক ডা. শেখ মনসুর রহমান, ব্যারিস্টার এম এ শাহ জাহান, সাহেদ আহমেদ তালুকদার, মো. আবুল কালাম, মো. মনোয়ার হোসেন, জাসাস নেতা ব্যারিস্টার আনওয়ার, হেলাল উদ্দিন, মো. হেলাল, যুক্তরাজ্য তরুণ দলের আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, এম এ আহাদ, আকমল হুসেন, অকলু মিয়া, রুহেল আহমেদ, গজম্বর আলী, তানভির আহমেদ তুষার, মো. হাবিব উল্লাহ, এস হুসেন, আসাদুজ্জামান আখতার প্রমুখ।



মন্তব্য চালু নেই