পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বউকে তালাক
স্ত্রীকে ডিভোর্সের কথা প্রথমে হোয়াটসঅ্যাপ ও স্পিড পোস্টে জানিয়ে দেন সৌদি আরবভিত্তিক এক ব্যাংকার স্বামী। শুধু ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়াতেই শেষ নয়, সেটা স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও জানিয়ে দেন মোহাম্মদ মোশতাকউদ্দিন। মোশতাকের স্ত্রী ভারতের হায়দরাবাদে বসবাস করে আসছেন। ২৫ বছর বয়সী সে নারী গত ৪ মার্চ দেখতে পান স্থানীয় উর্দু পত্রিকায় তাদের তালাকের বিজ্ঞাপন! তারপর মোশতাক উদ্দিনের আইনজীবী তাকে ফোন দিয়ে জানান।
সাবেক স্বামীর এমন আচরণ দেখে সে নারী হতভম্ব হয়ে পড়েন। হায়দরাবাদ পুলিশের কাছে তিনি অভিযোগ করেন। প্রতারণা ও নির্দয়তার অভিযোগে মামলা নিয়েছে হায়দরাবাদ পুলিশ। খবর এনডিটিভির।
এনডিটিভিকে ওই নারী জানান, মোশতাক যখন হায়দরাবাদ ছিল তখন কোনো সমস্যা ছিল না। সৌদি গিয়ে সমস্যা শুরু হয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তালাক দেওয়াতে খুবই ভেঙে পড়েছেন ওই নারী ও তার পরিবার। এ দম্পতির বর্তমানে ১০ মাস বয়সী একটি সন্তান আছে।
মন্তব্য চালু নেই