তিস্তা না হলে কোনো চুক্তিই গ্রহণযোগ্য হবে না : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি, তিস্তা সমস্যাসহ ৫৮ টি নদীর ন্যায্য হিস্যাসহ সীমান্ত সমস্যার সমাধান হতে হবে। অন্যথায় কোনো চুক্তি বা সমঝোতা-ই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।’
শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের কারামুক্ত হওয়ার পর জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা শুনেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উচ্চপর্যায়ে রয়েছে, তাহলে এসব চুক্তির প্রয়োজন কীসের?’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বের সব গণতান্ত্রিক দেশ চায়, বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য ভূমিকা রাখতে।’
‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন চলমান। জনগণের সেই অধিকার প্রতিষ্ঠিত করতে আজ আমরা শহীদ জিয়ার সমাধিতে এসে নতুন করে শপথ গ্রহণ করেছি।’
এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, হাবিবুর রহমান হাবিব, হাবিব-উন-নবী খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুনির হোসেন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই