‘বল না তুই কোথায়’ মিউজিক ভিডিওতে আমান-এ্যানি

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে সুরকার ও সংগীতশিল্পী বেলাল খান ‘বল না তুই কোথায়’ শিরোনারে একটি গানের মিউজিক ভিডিও বাজারে আনতে চলেছেন। আর সেখানে দেখা যাবে চিত্রনায়ক আমান খানকে।

মিউজিক ভিডিওটির নির্দেশনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। ই লাইভ টেকনোলজির ব্যানারে ভিডিওটিতে আমানের বিপরীতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী এ্যানি খানকে। সম্প্রতি সিলেটের শ্রীমঙ্গলে এই মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।



মন্তব্য চালু নেই