গাড়ি চাপা পড়া থেকে বাঁচলেন কামরান আকমল

রাস্তা নয়, এবার ওয়েস্ট ইন্ডিজের কুইন্স পার্ক ওভালের মাঠে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাচঁলেন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। তবে চালকের দূরদর্শীতায় শেষমেশ রক্ষা পেলেন তিনি।
মাত্র কয়েক ঘণ্টা আগেই কামরান আকমল ৪৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। তবে ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। প্রথম দুই টি-টোয়েন্টি জেতার পরে তৃতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে সফরকারীরা।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সব থেকে বড় ঘটনা হতে চলেছিল সম্ভবত কুইন্স পার্ক ওভালের দ্বিতীয় টি টোয়েন্টিতে। সেই ম্যাচে মাঠের মধ্যেই গাড়ি চাপা পড়ে মারাত্মকভাবে আহত হতে পারতেন কামরান আকমল। জোর রক্ষা পান তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে রানের খাতাই আর খুলতে পারেননি আতঙ্কিত আকমল।
ঘটনার সূত্রপাত ফিল্ডিং করার সময়ে আহমেদ শেহজাদ চোট পান। তাঁরই শুশ্রূষা করার জন্য মাঠে এসেছিল ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স। শেহজাদকে নিয়ে মাঠ ছাড়ার সময়েই বেখেয়ালে থাকা কামরান আকমল সামনে পড়ে যান ওই অ্যাম্বুলেন্সের। তবে চালকের তৎপরতায় রক্ষা পান কামরান।

































মন্তব্য চালু নেই