অপারেশন হিট ব্যাক : এক আস্তানা সোয়াটের নিয়ন্ত্রণে
হবিগঞ্জের ফতেপুরে এলাকার নাসিরপুর জঙ্গি আস্তানা সোয়াটের নিয়ন্ত্রণে এসেছে। বুধবার পৌনে ৯টার দিকে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। ওই আস্তানা নিয়ন্ত্রণে এসেছে। বৃষ্টিপাত ও আলো স্বল্পতা থাকায় আজকের মতো অভিযান না চালানোর কথাও তিনি জানান।
দরকার পড়লে সকালে অভিযান শুরু হবে বলে জানান তিনি।
বুধবার সোয়া ৬টার দিকে অভিযান শুরু করে সোয়াট। এ পর্যন্ত আড়াইশ থেকে ৩০০ গুলি ছুঁড়লেও আস্তানার ভেতর থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। এর ফলে অভিযান শেষের দিকে নিয়ে আসে সোয়াট।
রাত ৯টার দিকে লাশবাহী গাড়ি ওই আস্তানায় প্রবেশ করেছে বলে প্রতিনিধি ইদ্রিস আলী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে বৈরী আবহাওয়ার মধ্যেই সোয়ান টিম অভিযান পরিচালনা করছে। বাগানঘেরা একটি টিনশেড বাড়িতে কয়েকজন নারী-পুরুষ জঙ্গি ও তাদের ছোট শিশু অবস্থান করছে।
এর আগে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নাসিরপুরে পৌঁছান সোয়াতের সদস্যরা।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরো একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই