বিশ্বের সবচেয়ে বড় সমাধির ঢাকনা মিলল যেখানে

ভারতের তেলেঙ্গানার নর্মেতা গ্রামে পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে খননকার্য চালানোর সময় একটি ‘ক্যাপস্টোন’ অর্থাৎ সমাধির পাথুরে আচ্ছাদন খুজে পাওয়া যায়। মানুষের কবর খুঁড়তে গিয়ে এত বড় ক্যাপস্টোন পাবেন, তেমনটা আশা করেননি পুরাতত্ত্ববিদরা। তাঁদের দাবি, এখনও পর্যন্ত এটাই বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যাপস্টোন’।

ক্যাপস্টোনিটির ওজন প্রায় ৪০ টন। গত ২১ মার্চ ওই ক্যাপস্টোনটিকে ক্রেনের সাহায্যে তোলা হয় বলে জানায় পুরাতত্ত্ব বিভাগের সহযোগী ডিরেক্টর ডি রামলুলু নায়েক।

নর্মেতায় খনন চালিয়ে যে সব জিনিস উঠে এসেছে, তাদের ডিএনএ পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মাটির তলা থেকে পাওয়া জিনিসগুলো থেকে সময়কাল, সে সময়ের মানুষের জীবনযাত্রা, খাদ্যাভাস এমনকী জনসংখ্যা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত বছর ভারতের পুরাতত্ত্ব বিভাগের একটি বিশেষজ্ঞ দল তামিলনাড়ুর সিভাগানা জেলার সন্ধ্যাইপুডুর গ্রামে খনন চালিয়ে প্রায় ৩ হাজার বছরের পুরনো মাটির গহনা, জিনিসপত্রের সন্ধান পান। সেই গ্রামেও নাকি হরপ্পা সভ্যতার মতো নিকাশি ব্যবস্থা রয়েছে বলে জানান।

সূত্র: আনন্দবাজার



মন্তব্য চালু নেই