মাগুরায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় ফ্রি মেডিকেল সেবা প্রদান করেছে। যাদের জন্মগত পায়ের পাতার সমস্যা ও আঘাত জতিন পায়ের পাতার বিকলঙ্গতা (সেন্টার ফর ইলিজাভর সার্জারী) চিকিৎসার জন্য এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পিয়ারলেসের এমডি রানা আমির ওসমান রানার সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বিশিষ্ট অর্থপেডিকস সার্জন ডাক্তার আরিফুজ্জামান ও ডাক্তার এ ডি এম গোলাম মোস্তফা। এ সময় মাগুরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিষ বিশ্বাসসহ পৌর কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ খন্দকার।

ডা. আরিফুজ্জামান জানান, মহান স্বাধীনাতার দিনে পায়ের পতার সমস্যা জনিত কারনে যারা স্বাভাবিক হাটাচলা করতে পারে না সে ধরনের ৬০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি এদের মধ্য থেকে ১০ জন রোগীকে বাছাই করা হয়। যাদেরকে সম্পূর্ণ ফ্রি অপারেশন করা হবে। এর ফলে তারা সুস্থ স্বাভাবিক ও স্বাধীনভাবে হাটাচলা করতে পারে সেই চেষ্টা তিনি করবেন।



মন্তব্য চালু নেই