আতিয়া মহলে কমান্ডো অভিযানে নারীসহ চার জঙ্গি নিহত
সিলেটের শিবাবাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযান ‘অপারেশন টোয়াইলাইটে’ চার জঙ্গি নিহত হয়েছে।
নিহত জঙ্গিদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের লাশ এখনও ভেতরে পড়ে রয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুরো ভবন এখন কমান্ডোদের নিয়ন্ত্রণে। তবে এখনই অভিযান সমাপ্ত ঘোষণা করা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভবনের নিয়ন্ত্রণ পুলিশের হাতে তুলে দিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।
এছাড়া অভিযান ‘অপারেশন টোয়াইলাইটে’ সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ব্রিফিংয়ে জানানো হয়।
বিস্তারিত আসছে…
মন্তব্য চালু নেই