মুমিনুলের প্রতি অবিচার করা হয়েছে: আশরাফুল
টেস্টের একাদশ থেকে বাদ পড়া মুমিনুল হক সৌরভের প্রতি অবিচার করা হয়েছে বলে মনে করছেন মোহাম্মদ আশরাফুল। তাঁর দাবী, চান্দিকা হাতুরুসিংহের অধীনেই ব্যাটিং গড় কমছে এই ডান হাতির।
গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘খেয়াল করে দেখবেন তাঁর (চান্দিকা হাতুরুসিংহে) আসার আগে মুমিনুলের ব্যাটিং গড় ভাল ছিল। এখন বরং আস্তে গড় ৬০-এর নিচে নেমে গেছে।’
শুধু তাই নয়, দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বললেন, ‘দেখা যায়, ঘরোয়া ক্রিকেটে যারা বড় ফরম্যাটে ভাল করছে তাঁদের দিয়ে আমরা ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলাই। আবার সীমিত ওভারের ফরম্যাটে যারা ভাল, তাঁদের দিয়ে খেলাই টেস্ট।’
২০১৩ সালে বিপিএল ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর গত বছর সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে নিষেধাজ্ঞা এখনও না কাটায় খেলতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তবে, এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে।
সেখানে আপাতত, ভাল পারফরম করার দিকেই মনোযোগ সাবেক এই অধিনায়কের। জাতীয় দলের কথা ভাবছেন না তিনি
মন্তব্য চালু নেই