উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ডান হাত ১২ বছরের কিশোর!
ভারতের উত্তরপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তার ডান হাত বলে দাবি করেছে রাজ্যের গোরখপুরের ১২ বছরের কিশোর সত্যম যাদব। এছাড়া সে নিজেকে যোগীর সবচেয়ে বড় ভক্ত বলেও সকলের কাছে পরিচয় দেয়। কিন্তু কেন আদিত্যনাথের এত বড় ভক্ত সে হল জানেন? খবর এবিপির।
এ প্রসঙ্গে সত্যম নিজেই একটি গল্প সকলের কাছে বলেছে। দু’বছর আগে তার যখন দশ বছর বয়স ছিল, তখন তার মা তাকে একটি হাওয়াই চটি কেনার জন্যে ১০০ টাকা দেয়। কিন্তু সেই টাকা দিয়ে সত্যম চটি না কিনে একটি ব্যাডমিন্টন খেলার র্যাকেট কিনে আনে। এরপরই তার মায়ের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে যায়। কারণ সে দোকানে গিয়ে চটির বদলে র্যাকেট নিতে চাইলেও দোকানদার দিতে অস্বীকার করে।
সত্যমের দাবি, তারপরই সে যোগীর আশ্রমে গেলে, তিনি তাকে ১০০ টাকা দিয়ে সাহায্য করে। তখন তার চটিও হয়, আবার র্যাকেটও। এরপর থেকেই যোগীর বড় ভক্ত হয়ে যায় ছোট্ট সত্যম এবং নিজেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ডান হাত বলেও দাবি করে।
মন্তব্য চালু নেই