অবশেষে খেললেন নিষিদ্ধ আজমল
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করছে কেনিয়া ক্রিকেট দল। পাকিস্তান ‘এ’ দলের কাছে ইতিমধ্যে তারা সিরিজ হাতছাড়া করেছে। প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ জিতে নেওয়ায় শেষ দুটি ম্যাচে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান। সাতটি পরিবর্তনের মধ্যে ছিলেন সাঈদ আজমলও। প্রথম তিনটি ম্যাচ খেলার সুযোগ না পেলেও শেষ দুটি ওয়ানডে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।
৩৭ বছর বয়সী আজমল শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামেন। এই ম্যাচটি ১১৮ রানে জিতে নেয় পাকিস্তান ‘এ’ দল। পাশাপাশি, সিরিজে ৪-০ ব্যবধানের লিড নেয়। ব্যাট করার সুযোগ না পেলেও ৩ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন আজমল। ৩ ওভারে এক মেডেনসহ ১২ রান খরচায় ১টি উইকেট নেন তিনি। শনিবার সিরিজের শেষ ওয়ানডেতেও মাঠে নামবেন নিষিদ্ধ আজমল।
আজমল পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। গেল জুলাইতে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে বিশ্বকাপের আগেই দলে ফেরার ব্যাপারে আশাবাদী পাক এই অফ স্পিনার। সে লক্ষে কাজও করে যাচ্ছেন তিনি। কেনিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেই তিনি আবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাবেন।
মন্তব্য চালু নেই