পুলিশের লাঠি কেড়ে নিয়ে বখাটেদের বেদম পেটালেন যুবতী

রাস্তায় মেয়ে দেখলেই যারা তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে কটূক্তি করতে, রকমারি অঙ্গভঙ্গি করতে শুরু করে, তাদের এবার ভালো হয়ে যাওয়ার সময় এসেছে। কারণ দিন বদলাচ্ছে। চুপচাপ সবকিছু মেনে নেওয়ার দিন শেষ। সেজন্যই রাস্তাঘাটে এখন অনেক বেশি প্রতিবাদী মহিলারা।

শুধু মুখ নয়, প্রয়োজনে হাত চালাতেও দ্বিধাবোধ করেন না অনেকেই। সেরকমই একটা নমুনার সাক্ষী হয়ে

থাকলো ভারতের উত্তরপ্রদেশের লখনৌ। পুলিশের লাঠি কেড়ে ইভ টিজারদের বেদম পেটালেন এক যুবতী। শহরের গৌতম পালি পুলিশের স্টেশনের কাছে ঘটে এই ঘটনা ঘটেছে।

রোববার একদল যুবতীকে লক্ষ করে কটূক্তি করছিল একদল বাইক আরোহী। তারা ওই যুবতীদের শ্লীলতাহানিরও চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই এমন ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না দেখে, এক যুবতী নিজেই রণংদেহী মূর্তি ধারণ করেন। এক পুলিশকর্মীর লাঠি কেড়ে নিয়ে পুলিশের সামনেই বেদম পেটাতে শুরু করেন ইভ-টিজারদের।

কিছুটা ঘাবড়ে গিয়ে একে একে পালিয়ে বাঁচে ইভ-টিজাররা। এমন জবাব দিয়ে সারা ভারতের মহিলাদের সামনে এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই যুবতী। গোটা ঘটনার ফুটেজ ক্যামেরাবন্দি হয়েছে। তা এখন ঘুরে বেড়াচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়ায়।



মন্তব্য চালু নেই