মোসাদ্দেকের জন্য সাকিবের একটাই আফসোস
সেঞ্চুরি করার পরও আক্ষেপ সাকিবের। তার বিশ্বাস আরো একটু বেশি সময় উইকেটে থাকতে পারলে, দলের আরেকটা সেঞ্চুরি বাড়তো। সাকিবের পাশাপাশি সেঞ্চুরি পেয়ে যেতেন মোসাদ্দেক হোসেন সৈকতও।
কলম্বো টেস্টের তৃতীয় দিনে শুক্রবার অভিষিক্ত সৈকতকে সাথে নিয়ে অসাধারণ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। দলের প্রয়োজনের মুহুর্তে গড়েছেন ১৩১ রানের জুটি। তাদের পার্টনারশিপে ভর করে দল পেয়েছে লিড। ১১৬ রান করে
সাকিব আউট হলে, যোগ্য সঙ্গী পাননি সৈকত। ৭৫ রানে থেমে যায় তার ইনিংস।
সেঞ্চুরি করার পরও সাকিবের আফসোস, সৈকতকে নিয়ে। তার ধারণা আরো একটু বেশি সময় উইকেটে থাকতে পারলে সৈকতও সেঞ্চুরি পেয়ে যেত, ‘আমি যদি আরো কিছু সময় উইকেটে থাকতে পারতাম তাহলে ও সেঞ্চুরিটা পেয়ে যেত।’
ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুখ্যাতি আছে মোসাদ্দেকের। অভিষেক টেস্টে খেলতে নেমেও অসাধারণ ব্যাটিং করেছেন দেশের এই তরুণ ব্যাটসম্যান। তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ সাকিব বলেন, ‘ওকে দেখে মনে হয়নি, খেলতে কোন সমস্যা হচ্ছে। ও খুব আত্নবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছে। এটা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক।‘
সৈকতের ভূয়সী প্রশংসা করে সাকিব বলেন, ‘আমার বিশ্বাস, বাংলাদেশ ভবিষ্যত কোন তারকা ক্রিকেটারকে খুঁজে পেয়েছে। ও যদি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ওর নিজের এবং দেশের জন্য ভালো হবে।’
মন্তব্য চালু নেই