চুমু তো খান, কিন্তু এই ‘সামান্য’ ব্যাপারটি খেয়াল করেছেন কখনও?

সেই কবে থেকে চুমু খেয়ে আসছে মানবকুল। আদম-ইভের সময় থেকেই বোধহয়। কে-ই বা দেখতে গিয়েছে! কিন্তু এই বিষয়টি কি কখনও কেউ খেয়াল করে দেখেছেন?

চুমু খাওয়ার সময়ে আপনার মাথা কোন দিকে হেলে যায়, সেটা খেয়াল করেছেন কখনও? আসলে ভালবাসার মাদকতা এমনই থাকে যে, সেটা অবশ্যই খেয়ালে থাকার কথা নয়। এ-ও ঠিক যে, অত সব মাথায় রেখে চুমু খেতে গেলে প্রেমের অ্যায়সি কি ত্যায়সি হয়ে যাবে। কিন্তু এটি এমনই একটি বিষয় যে, শুনলে আপনিও বলবেন, ‘‘এই রে!’’

গৌরচন্দ্রিকায় আপাতত দাঁড়ি। বলে দেওয়া যাক, প্রতি তিনজনের মধ্যে দু’জনের মাথাই চুমু খাওয়ার সময়ে ডান দিকে হেলে যায়। আজ্ঞে হ্যাঁ। ডান দিকে মাথা হেলিয়ে চুমু খান পৃথিবীর বেশিরভাগ মানুষই।

কেন? কারণ খুব সহজ। খেয়াল করেছেন বল ছোড়া, ফুটবলে শট নেওয়া বা একচোখে কিছু দেখার সময়ে কোন দিকটা সচল থাকে বেশি? পৃথিবীর সিংহভাগ মানুষের ক্ষেত্রে ডাক দিকই। কেননা, বেশিরভাগ মানুষই ডান-হাতি। এবং ঠিক এই কারণেই মাথা ডাক দিকে হেলে যায় চুম্বনের সময়ে।



মন্তব্য চালু নেই