কারা বড় দল সেটা দেখার সুযোগ নেই, ভালো খেলতে হবে: মাশরাফি
কোন দল বড় আর কোন দল ছোট সেটা দেখার দরকার নেই বলে মন্তব্য করেছেন মাশরাফি বিণ মুর্তজা। দল না দেখে ভালো খেলার পক্ষে তিনি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সবুজ দলের হয়ে অর্থে মাশরাফি বিন মুর্তজা ফিরেছিলেন ৬৭ দিন পর।
আর ফিরেই লাল দলের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের এই অধিনায়ক ৩১ বলে করেন ১৯ রান। পরে আট ওভার বল করে দিয়েছেন ৪৫ রান। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গত আট জানুয়ারি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় থাকা এই অধিনায়ক শ্রীলঙ্কায় ভাল করার ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকা ভালো অবস্থানে রয়েছে। এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়েও তারা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। ওদের ভালো কিছু নতুন খেলোয়াড় এসেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওরা এখন ভালো দল।’
তবে, মাশরাফি মনে করেন শ্রীলঙ্কা তো বটেই, যেকোনো দলের বিপক্ষেই জয়ের জন্য নিজেদের সেরা খেলার কোনো বিকল্প নেই, ‘সেরা খেলাটি না খেলতে পারলে যেকোনো দলের বিপক্ষেই হারতে হবে। আমাদের সেরাটাই দিতে হবে। কারা কেমন দল সেটা চিন্তা করার সুযোগ নেই। আমাদের ভালো দল হয়েছে। যারা আছে আশা করি সবাই ভালো করবে। সবাই ফর্মে থাকলে খেলতে সুবিধা হয়।’
মন্তব্য চালু নেই