কুড়িগ্রাম পলিটেকনিকে ছাত্রলীগের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: নওগা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী খুনের ঘটনায় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ ছাত্রলীগ কর্মীরা।
বুধবার দুপুরে শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শাকিব, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী সদীপ আমেদ রাসেল, আসাদুজ্জামান দোলন, আবু ইফরান রোজ, আসাদুজ্জামান রাব্বি, মোখলেছুর রহমান সবুজ, বদরুদ্দোজা রাকীব, রিয়াদ আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য চালু নেই