শিক্ষিকার ওপর হামলাকারী টুটুল গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকার ওপর হামলাকারী বখাটে যুবক আহসান উল্লাহ টুটুলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গামারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত আলী জানান, শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকার ওপর হামলার পর পর পুলিশ বখাটে টুটুলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। রাতে পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গামারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, টুটুল দীর্ঘদিন ধরে পটিয়া ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে শ্রেণিকক্ষে ঢুকে ওই শিক্ষিকার ওপর হামলা চালায় টুটুল। মিসফাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত আলী জানান, টুটুলের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

This approach to essay writing does not sound go to this web portal very appealing.



মন্তব্য চালু নেই